চোপড়া: বুধবার চোপড়া হাই স্কুল ও চোপড়া গার্লস স্কুলে সাইবার অপরাধ, মোবাইল এডিক্টেড, মানব পাচার ও রক্তদানের মতো সামাজিক কাজ করা
বুধবার দুপুরে চোপড়া হাই স্কুল ও চোপড়া গার্লস স্কুলে সাইবার অপরাধ, মোবাইল এডিক্টেড, মানব পাচার ও রক্তদানের মতো সামাজিক সচেতনতার ক্লাস নেয় পুলিশ ও সমাজকর্মী বাপন দাস, তিনি বলেন,ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা ক্লাস নেওয়ার উদ্দেশ্য,বিভিন্ন অপরাধ মূলক কাজ,, সোশ্যাল স্ক্যাম ও সমাজের প্রতি ছাত্র ছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য এসব বোঝানো হয়। চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক Dr প্রশান্ত বসাক ও গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিলি সান্যাল বলেন, এইসব সচেতনতার ক্লাস মাঝে