হরিশ্চন্দ্রপুর ১: BLO কে নিদান জমি মাফিয়ার, নির্দেশ না মানায় বিয়ের ব্যাপক মারধর ডাটিয়ন গ্রামে
BLO এর ওপর নির্দেশ কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের।সেই নির্দেশ অমান্য করায় BLO এর স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ।বর্তমানে ওই শিক্ষিকার স্বামী হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অবস্থায় চিকিৎসাধীন। গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের।ঘটনা হরিশ্চন্দ্রপুর থানার ডাটিওন গ্রামে।গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মন্ডল SIR এর কাজের জন্য BLO পদে নিযুক্ত রয়েছেন।অভিযোগ উঠেছে মোহাম্মদ কসিমুদ্দিন BLO এর স্বামীর উপর আক্রমণ করে।