মকর সংক্রান্তিতে ডাংডুং ঘাটে পূর্ণার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। মকর সংক্রান্তিতে অন্যান্য বছরের মত এ বছরও ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তবর্তী সুবর্ণরেখার পাড়ে বাঘমুন্ডির ডাংডুং ঘাটে ব্যাপক সংখ্যক ভক্তগণের সমাগম লক্ষ্য করা গেল বুধবার দুপুর ১ টা নাগাদ। এই বিশেষ দিনের মহত্ব এবং গুরুত্ব হিন্দুত্ব সনাতনী রীতিনীতি অনুসারে অত্যাধিক। পায়ে হেঁটে, মোটরসাইকেল, টোটো সহ বিভিন্ন যানবাহনে চেপে পুণ্যার্থীরা পৌঁছায় নদী ঘাটে। পূজা- পাঠের পাশাপাশি বিভিন্ন ধরনের মানত করা