চড়ুইভাতির আনন্দে মুখর মার গ্রামের ফকির বাগান, ডিজে ছাড়াই মিলনমেলা আজ রবিবার বীরভূম জেলার রামপুরহাট দু’নম্বর ব্লকের মার গ্রামের ফকির বাগানে এক ব্যতিক্রমী চড়ুইভাতির আয়োজন অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ পরিবার, আনুমানিক দশ হাজার মানুষের উপস্থিতিতে ফকির বাগান হয়ে ওঠে মানুষের মিলন ও আনন্দের কেন্দ্র। উচ্চ শব্দের ডিজে বক্স ছাড়াই হাসি, গল্প ও সৌহার্দ্যের আবহে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই চড়ুইভাতি। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি ও