পিংলা: পিংলায় ব্লক অফিসে জয় জহার মেলার উদ্ধোধন করলেন পিংলার বিধায়ক অজিত মাইতি
শনিবার দুপুর ১২ টা নাগাদ বিরসা মুন্ডার ১৫১ তম জন্মদিন পালন ও জয় জহার মেলা অনুষ্ঠিত হলো পিংলা ব্লক অফিসে।পিংলা ব্লক অফিসে পিংলা পঞ্চায়েত সমিতি ও পিংলা ব্লক প্রশাসনের উদ্যোগে এবং পিংলার এস টি সমাজের পরিচালনায় জয় জোহার মেলার আয়োজন করা হয়।উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন পিংলা থানার ওসি চিন্ময় প্রামানিক,পিংলা ব্লকের বিডিও লাকপা শেরপা ওয়াংচু।মেলা চলবে আগামী তিনদিন।