মাথাভাঙা ১: মাথাভাঙ্গা তেকুনিয়া সংলগ্ন নদীর চর এলাকায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন
মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মানসাই নদীর চরে তরমুজ চাষের জমি দখল কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ। আহত উভয়পক্ষের একাধিক ব্যক্তি। ঘটনাটি ঘটে মঙলবার দুপুরে মাথাভাঙা তেকুনিয়া বনাঞ্চল সংলগ্ন মানসাই নদীর চরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই মানসাই নদীর চরে তরমুজ চাষ করেন নদীতীরবর্তী গ্রামগুলির চাষিরা। চাষের শুরুতে চর ভাগ করে নেওয়া হয়। সেমত এ দিন সকালে চর ভাগ করতে যায় তেকুনিয়া এলাকার চাষিরা।