বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হলো নলহাটি গেদুয়া পাকুড় তলা মোড়ে। আজ শনিবার সন্ধ্যা ৫টা নাগাদ নলহাটি গেদুয়া পাকুড় তলা মোড়ে নলহাটি বিধানসভার পক্ষ থেকে করা হলো পরিবর্তন সভা।আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বুথে বুথে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে এই পরিবর্তন পথসভা। আজকের এই পরিবর্তন পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বিপ্লব ওঝা,নলহাটি নগর মণ্ডলের সভাপতি সজল কুমার রায়, বিজেপি নেতা মহাপ্রসাদ লেট, দীপক মাল, রাম গোপাল ভট্টর সহ অন্যান্য নেতৃত্বরা।