খেজুরি ১: পূর্বচড়া ডি.কে কলেজের সভা কক্ষে আজ SIR.সম্পর্কিত বিষয়ে কর্মশালায়BLA-2 দের আলোচনা সভায় উপস্থিত সভাধিপতি উত্তম বারিক
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার অন্তর্গত পূর্বচড়া ডি.কে কলেজের সভা কক্ষে S.I.R. সম্পর্কিত বিষয়ে কর্মশালায় BLA-2 দের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত হয়েছেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি জনাব সেক জালাল উদ্দিন খান সেই সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব এবং কর্মীবৃন্দগন