রানিগঞ্জ পাঞ্জাবি মোড়ে জেলা পরিবহন দফতরের অভিযানে ১৪টি অনিবন্ধিত টোটো জব্দ করা হয়েছে। বুধবার দুপুর তিনটের সময় টোটো চালকদের অভিযোগ, রেজিস্ট্রেশনের নাম করে ডেকে নিয়ে হঠাৎই টোটো জব্দ করা হয়েছে। কোথায়, কত খরচে বা কীভাবে রেজিস্ট্রেশন হবে— সে বিষয়ে কোনো তথ্য তাঁরা পাননি। তাঁদের দাবি, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি স্বচ্ছভাবে জানানো হোক এবং রানিগঞ্জে শুধু রানিগঞ্জের টোটোকেই চলার অনুমতি দেওয়া হোক।