কাটোয়া ১: শ্বশুর বাড়ি ও বাপের বাড়িতে আলাদা আলাদা ২টি ভোটার তালিকায় নাম TMC-পঞ্চায়েত সদস্যার! কাটোয়ার ঘটনায় BJP-র অভিযোগ দায়ের
তৃণমূলের পঞ্চায়েত সদস্যার দুটি জেলায় আলাদা ভোটার কার্ড। বাপের বাড়ি কাটোয়াতে ও রয়েছে তার ভোটার তালিকায় নাম, আবার শশুর বাড়ি সালানপুরেও রয়েছে তার ভোটার তালিকায় নাম। বিজেপির অভিযোগ দুটি ভোটার কার্ড ব্যবহার করে কিভাবে তিনি পঞ্চায়েত ভোটে দাঁড়ালেন। বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা শুক্লা দত্তের দাবি তিনি নাম কাটানোর জন্য বি এল ও কে বলেছিলেন।