ঝালদা ২: ঝালদা ২ নং ব্লকের দঙ্গল এলাকায় রাস্তা নির্মাণের সূচনা করল প্রশাসন, উপস্থিত DM, SP, SDO, SDPO, BDO সভাপতি
পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে আজ একটি রাস্তা নির্মাণ কাজের সূচনা হল ঝালদা ২ নম্বর ব্লকের দঙ্গল স্বাস্থ্যকেন্দ্র এলাকায় । ওই অনুষ্ঠানের পুরুলিয়ার জেলাশাসক, পুলিশ সুপার, ঝালদার মহাকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, ঝালদা দু'নম্বর ব্লক এর BDO, ঝালদা দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ।