বর্ধমান ১: বর্ধমান স্টেশনে ব্যাগ তল্লাসি করতে গিয়ে ১৮ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফ
বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে ১৮ লক্ষ টাকা সহ আটক এক ব্যক্তি।আটক ব্যক্তির নাম শঙ্কর কোটাল,হুগলির ঠাকুরানিপুর এলাকার বাসিন্দা।RPF ,সিআইবি বর্ধমান এবং RPF বর্ধমান পোস্ট যৌথ তল্লাশি চালাচ্ছিল বর্ধমান স্টেশনে। আরপিএফ সূত্রে জানা গেছে,বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের চলমান আকালতক্ত এক্সপ্রেস থেকে একটি ট্রলি ব্যাগ নিয়ে শঙ্কর কোটাল নামেন। তবে চলন্ত ট্রেন থেকে নামায় আরপিএফ এর সন্দেহ হয়। সন্দেহ তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয়