অন্যান্য বছরের মত এবছরও মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল মুক্তমঞ্চে শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন হলো শনিবার। বিভিন্ন স্থানাধিকারীদের এদিন সম্মানিত করা হয় অনুষ্ঠান স্থলে। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ আয়োজক মেদিনীপুর আর্ট একাডেমির পদাধিকারীরা।