নলহাটি ১: নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শেখ মহম্মদ আলীকে বদলি করে দায়িত্বভার দেওয়া হলো রাজ্য পুলিশের IB ইন্সপেক্টর পদে
নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শেখ মহম্মদ আলীকে বদলি করে দায়িত্বভার দেওয়া হলো রাজ্য পুলিশের IB ইন্সপেক্টর পদে । গতকাল সন্ধ্যায় রাজ্য পুলিশের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য জুড়ে সমস্ত জেলার মোট ১৭৫ জন পুলিশ আধিকারিকদের রদবদল করা হয়েছে বিভিন্ন পদে। তার মধ্যে বীরভূম জেলার ৩টি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ ৮ পুলিশ আধিকারিককেও রদবদল করা হয়েছে।