অবশেষে পদত্যাগ করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি শনিবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগ পত্র জমা দেন বলে জানা গেছে তৃণমূল কংগ্রেস সূত্রে। উল্লেখ্য বেশ কয়েক মাস যাবত রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়। তৃণমূলের জেলা সভাপতি নির্দেশ দিয়েছিলেন তাকে পদত্যাগ করার যদিও তিনি সেই সময় পদত্যাগ করেনি। অবশেষে অভিষেক ব্যানার্জির কোচবিহার সফরের আগেই পদত্যাগ করলেন তিনি।