রাজনগরে বুধবার প্রসারীর উদ্যোগে ও DRDC আনন্দধারা ও রাজনগর ব্লকের সহায়তায় অনুষ্ঠিত হলো মহিলা স্বনির্ভর দলগুলির মহাসম্মেলন। ডাকবাংলোয় আয়োজিত এই অনুষ্ঠানের আগে ব্লক অফিস থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন BLDO অমিত কুমার মণ্ডল, ডঃ ঐশী দাস, জেলা পরিষদ সদস্যা মর্জিনা বিবি সহ অন্যান্যরা। স্বনির্ভর দলগুলির কার্যকারিতা ও সাফল্য তুলে ধরা এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়ানোই ছিল এই সম্মেলনের উদ্দেশ্য