অজানা বুনো গাছের বিষ ফল খেয়ে ১১ জন শিশু অসুস্থ ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দিন ভোররাতে। পেটের যন্ত্রণা বমি করছে শিশুরা দক্ষিণ ২৪ পরগনা মন্দিরবাজার বলদেবপুর এলাকার বাসিন্দা সবাই। সোমবার দিন বিকেলে এই ফলগুলো খায় খেলা করতে গিয়ে ওই অজানা গাছ থেকে ফলগুলো খাওয়ার পর রাতে তাদের বমি এবং পেট যন্ত্রণা হয়। মথুরাপুর হাসপাতালে নিয়ে যায় এরপর ডায়মন হারবার হাসপাতালে রেফার করা হয়।