উৎসবের আবহে আরামবাগে পালিত হলো মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিন।আজ,৫ই জানুয়ারি,১৯৫৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি আরামবাগ পুরসভার ৮নং ওয়ার্ডেও উৎসবের আকারে দিনটি পালন করা হয়।তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটার মাধ্যমে।এরপর এলাকার দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও চারা গাছ তুলে দেওয়া হয়।দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও করা হয়।ও