ডিসেম্বরের শেষ সপ্তাহে বহরমপুর শহর তথা মুশিদাবাদ জেলা জুড়ে নেমে এলো তীব্র ঠান্ডার দাপট,তার পাশাপাশি ঘন কুয়াশা বহরমপুরের আকাশ জুড়ে। আজ রাত্রি দশটার পর থেকেই বহরমপুর শহর জুড়ে নেমে এলো ঘন কুয়াশা, যাতে চলাচলের সমস্যা হচ্ছে প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন রেল বাস প্রত্যেকেরই।