বাসন্তী মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত অবদূত দেবীদাস সেবা সংস্থানের, আর্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বাসন্তীর চুনাখালি বড়িয়ায় একদিকে রাজ্যজুড়ে চলছে প্রচন্ড শৈত্যপ্রবাহ, আর এই শীতে অনেক অসহায় পরিবার আছে যাদের ঠান্ডায় সময় কাটানো খুবই কষ্টকর হয়ে পড়ে। সামান্য শীতবস্ত্র টুকুও তাদের অনেকের সামর্থ্য থাকেনা নেওয়ার। আর এমনি সব অসহায় পরিবারের মানুষগুলোর সামান্য হলেও শীত নিবারণের জন্য তাদের পাশে এসে দাঁড়ালেন বড়িয়া আদিবাসী মহাপ্রভু স্পোর্টিং ক্লাব।