হরিশ্চন্দ্রপুর ২: পনের বলি গৃহবধূ! মারধর করে গলায় ফাঁস লাগিয়ে তেলজন্না ঘাটে বধু খুনের অভিযোগ
পনের বলি হল গৃহবধূ।স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মারধর করে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর থানার তেলজান্না ঘাট এলাকায়।মৃতার নাম জাসমিন বিবি। প্রায় পাঁচ বছর আগে জাসমিনের সঙ্গে বিয়ে হয় স্থানীয় যুবক জাহাঙ্গীর আলমের।অভিযোগ বিয়ের সময় পণের জন্য চাপ না দেওয়া হলেও পরবর্তীতে বারবার পণের জন্য অত্যাচার করা হতো। একাধিকবার বধূর বাবা টাকা আসবাবপত্র দিলেও অত্যাচার বন্ধ হয়নি।মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ।