সীতাই: গোসানিমারি দুই গ্রাম পঞ্চায়েতের মোহন্তর ঘাটে লোহার(RSJ) সেতু নির্মাণ কাজের শুভ সূচনা করলেন সাংসদ
গোসানিমারি দুই গ্রাম পঞ্চায়েতের মোহন্তর ঘাটে লোহার(RSJ) সেতু নির্মাণ কাজের শুভ সূচনা করলেন সাংসদ। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই সেতু নির্মাণ কাজের শুভ সূচনা করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়িকা সংগীতা রায়, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন। জানা গেছে এই সেতু নির্মাণ কাজ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে প্রায় ১কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হবে। স্থানীয়দের দীর্ঘদিনের