চুঁচুড়া-মগরা: জলমগ্ন এলাকা ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘটনাটি চুঁচুড়ার
জলমগ্ন এলাকা ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। চুঁচুড়া সুকান্তনগর খেলার মাঠ সংলগ্ন এলাকাযর রাস্তাঘাট সারা বছরই জলমগ্ন হয়ে থাকে। নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে জল। পঞ্চায়েত থেকে বিধায়ক সকলকে জানিয়েও মেলেনি সুরাহা।