শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ ২৪ শে ডিসেম্বর আনুমানিক সকাল ৮ টা নাগাদ শান্তিনিকেতন, বোলপুর ও শ্রীনিকেতন-সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশার দাপটে ঢেকে রয়েছে গোটা অঞ্চল।সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন শান্তিনিকেতন ও বোলপুর এলাকায় যানবাহন চলাচল অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সূর্যের দেখা মিলবে কিছুটা দেরিতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ধীরে ধীরে কাটতে পারে।