ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রবিদাসপুর এলাকায়। জানাজায় এক ব্যক্তি বেশ কিছু কুপন নিয়ে ঐ এলাকায় যান, তারপর 200 টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে বলেন, কুপন ক্র্যাচ করলেই মিলবে চমকপ্রদ কিছু উপহার, উপহার না মিললে ফেরৎ দেওয়া হবে টাকা। মহিলাকে একটি কুপন সংগ্রহ করেন , কুপন ক্র্যাচ করতেই মিলে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম। ওই বিক্রেতাকে সেই ক্র্যাচ কুপন দেখালে বিক্রেতা বলেন হোম থিয়েটার মিলবে না আপনাকে আরও একটি কুপন সংগ্রহ করতে হবে এবং ২০০০ টাকা দিতে হবে।