বর্ধমান ১: সাপ পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে ৩ ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করলো বনদপ্তর,উদ্ধার ৩টি বিষধর সাপ
রবিবার রাতে বর্ধমান স্টেশনের ৪ নং প্লাটফর্মে সন্দেহজনকভাবে তিন জনকে আটক করে আরপিএফ কর্মীরা। এরপর তাদের ব্যাগে তল্লাশি চালালে ৩ টি বিষধর সাপ উদ্ধার হয়। ধৃত ব্যক্তিদের নাম মনোহর মাল (৩২),সেলিম মাল (২৪) ও গোপি মাল (৩৭)। এদের সকলর বাড়ি মেমারি থানার নিমো এলাকায়।ধৃত ব্যক্তিদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়।আরপিএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপগুলি বিষধর,আমরা দুটি ব্যাগের মধ্যে তিনটি সাপ পেয়েছি।