সিউড়িতে লরি ও টেলারের সংঘর্ষে মৃত্যু হল লরি চালকের। মৃতের নাম বাপি ভান্ডারী (২৮) পশ্চিম বর্ধমানের অন্ডালে তার বাড়ি। চিকিৎসা চলাকালীন গতকাল তার মৃত্যু হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বৃহস্পতিবার বিকেল চারটেয় মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় বর্ধমান থানার পুলিশ। জানা গেছে গত জানুয়ারি দু তারিখে সিউড়িতে টেলারের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হয় সে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে সিউড়ি রাজবাঁধ হয়ে Bmch আনলে তার মৃত্যু হয়