বারাসত ২: খড়িবাড়ি এলাকায় কালভার্ট ভেঙে বিপত্তি, যোগাযোগ বিচ্ছিন্ন বসিরহাট -কলকাতা সড়কপথ
রাজারহাট - খড়িবাড়ি রোডে বারাসত ২ ব্লকের খড়িবাড়ি এলাকায় কালভার্ট ভেঙে বিপত্তি।যোগাযোগ বিচ্ছিন্ন বসিরহাট - কলকাতা সড়কপথ।ব্যস্ততম রাজারহাট খড়িবাড়ি মেন রোডের উপর কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন । ধসে গিয়েছে খড়িবাড়ি বাজারের কালভার্ট। রাজারহাট খড়িবাড়ি রোডের সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুঁকির যাতায়াত করছে মোটরবাইক আরোহী ও পথচারীরা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয়রা জানান,গতকাল রবিবার সন্ধ্যার পর কালভার্টটিতে ফাটল দেখতে পাওয়া যায়