আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ডাবুক অঞ্চলে বামেদের বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি করা হলো আর আজকের এই কর্মসূচিতে জমায়েত হয়েছিলেন ডাবুক অঞ্চলের বামপন্থী মানুষজন। উল্লেখ্য লাগাতার জেলা জুড়ে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি চলছে আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে আজ বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ডাবুক অঞ্চলে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি করা হলো আর আজকের এই কর্মসূচিতে বক্তৃতা দিলেন বাম নেতা অরূপ বাগ।