মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের গিলের ছাট অঞ্চলের বয়ারগদী সিংহেরচক মোড় হইতে পালানবুড়োর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার ।আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ সোমবার বিকাল তিনটে কুড়ি মিনিট নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে।আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে ।