হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের বাঁধপাড়া বিল থেকে এক ব্যক্তির ভাসমান দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রণব কর্মকার (৪৩)। পেশায় তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক,পরিবার সূত্রে জানা গেছে, প্রণববাবু প্রায় এক থেকে দেড় মাস আগে বাড়িতে ফিরেছিলেন তাঁর বাবার মৃত্যু হওয়ার কারণে। বাবার মৃত্যুর পর কিছুদিন বাড়িতেই ছিলেন।