মঙ্গলবার দুপুর ১২টার সময় থেকে তেহট্ট মন্ডলপাড়ার মহিলাদের নিয়ে,তেহট্ট মন্ডল পাড়াতে শুরু হল মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আলোচনা সভা। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আলোচনা সভা দুপুর বারোটার সময় থেকে শুরু হয়েছে চলবে বিকেল চারটের সময় পযর্ন্ত।
তেহট্ট ১: তেহট্ট মণ্ডলপাড়ায় অনুষ্ঠিত হল, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আলোচনা সভা - Tehatta 1 News