বলাগড়: চোখের জল বাঁধ মানছে না গ্রামবাসীদের,বলাগরের দুটো বুথের প্রায় দেড় হাজার ভোটার কারোর নাম নেই শেষ এসআইআর তালিকায়
চোখের জল বাঁধ মানছে না গ্রামবাসীদের,দুটো বুথের প্রায় দেড় হাজার ভোটার কারোর নাম নেই শেষ এসআইআর তালিকায়।২০২৫ এর এসআইআর এ নাম থাকবে তো! চিন্তায় তারা। হুগলির বলাগড়ের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্যা গ্রামের প্রায় কারোরই নাম নেই ২০০২ এর ভোটার তালিকায়।বিএলও রা বাড়ি বাড়ি ফর্ম বিলি করেছেন।কিন্তু ফর্ম ফিলআপ করতে গিয়ে দেখা যাচ্ছে গ্রামের কারোর নাম নেই ২০০২ এর তালিকায়।ওই তালিকায় নাম থাকলে সহজেই এসআইআর,,