খোয়াই: খোয়াই দূর্গানগর এলাকা থেকে উদ্বার নেশা সামগ্রী জানালেন খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির ইনচার্জ
Khowai, Khowai | Nov 29, 2025 সংস্কৃতির শহর খোয়াইতে একটা সময় আনাচে কানাচে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছিল নেশা কারবারিদের রমরমা। যদিও পুলিশি তৎপরতায় কিছুটা হলে দমানো সম্ভব হয়েছিল নেশা কারবারিদের বাড়বাড়ন্ত।তার পরে ও থেমে নেই নেশা বাণিজ্য বড় আকারে না হলেও স্বল্প আকারে এখনও চলছে নেশা বাণিজ্য।পুলিশি অভিযান ও রয়েছে অব্যাহত। ঘটনার বিবরণে জানা যায়,খোয়াই সুভাষপার্ক ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানিয়েছে।