মাথাভাঙা ১: মহিষমুড়ি এলাকা থেকে এক দেখতে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে শীতলখুচি থানার পুলিশ। মৃত যুবকের নাম ফুল কুমার বর্মন(২৮)। রবিবার বেলা ১ টা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসে।তার বাড়ি শীতলখুচি খলিশা মারি গ্রাম পঞ্চায়েতের মহিষ চরু এলাকায়। রবিবার বেলা একটা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসে পুলিশ।জানা গেছে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে শীতলখুচির মহিষমুড়ি এলাকায় একটি গাছ থেকে। পরিবার সূত্রে জানা গেছে ফুল কুমার বর্মন শিলিগুড়িতে কাজ করতেন।