উলুবেড়িয়া ২: বাউড়িয়া সন্ধানী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হল বাসন্তী পুজোর কুমারী পুজো
আজ বাসন্তী পুজোর নবমী উপলক্ষ্যে বাউড়িয়া সন্ধানী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হল কুমারী পুজো। জানা গেছে, ৫২ তম বর্ষে পড়ল এই বাসন্তী পুজো। আর এদিনের এই কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছিল বহু মানুষ।