কোচবিহার ১: বিজেপি নেতৃত্ব দের বাড়ি ঘেরাও এর ডাক দিল KKP
২৬-এর ভোটের আগে বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)। শুক্রবার কোচবিহার সাবডিভিশনাল প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেয় সংগঠনটি। তাদের দাবি, শুধুমাত্র বাড়ি ঘেরাও নয়—উত্তরবঙ্গে বিজেপি নেতৃত্ব সভা করতে এলে তাদের কালো পতাকা দেখানো হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসলেও একইভাবে প্রতিবাদ দেখানো হবে বলে জানায় কেপিপি।