গড়বেতা ১: গরবেতা হাসপাতাল জলমগ্ন, নিকাশী নালার বেহাল দশা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
গড়বেতা হাসপাতালে জল থৈ থৈ নিকাশী নালার বেহালদশা ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কে ঝড় গরবেতা হাসপাতালের কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নবনির্মিত বিল্ডিং এবং পুরনো বিল্ডিং এ রয়েছে একাধিক রোগী সেখানে জল থৈথৈ।