25 তমো শান্তিপুর পুষ্প মেলায় সমগ্র স্তরের মানুষকে অংশগ্রহণ করার আবেদন জানালেন শান্তিপুরের চেয়ারম্যানের। সূত্রের খবর, শান্তিপুর পুরসভা পরিচালিত শান্তিপুর পুষ্প মেলা ঘিরে শান্তিপুর বাসীর উন্মাদনা প্রত্যেক বছরই এক আলাদা মাত্রায় থাকে। গত 24 বছর আগে শান্তিপুরের প্রাক্তন চেয়ারম্যান ও বিধায়ক প্রয়াত অজয় দে এর হাতে শুরু এই পুষ্প মেলা এই বছর 25 তমো বর্ষে পদার্পন করবে। আর এই পুষ্প মেলার 25 তমো বর্ষ উজ্জাপন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।