তমলুক: একই ব্যক্তি দুটি বুথে নাম,দুজন বাবা,কাকাও বাবা,শ্বশুরও বাবা! ভোটার লিস্টে কারচুপির অভিযোগে তোলপাড় নন্দীগ্রাম
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেখ জুলফিকার তার আসল বাবার নাম শেখ মনিরুল মনিরুলের ভাই শেখ মফিজুল ইসলাম ১৯৩ নম্বর বুথের বাসিন্দা,জুলফিকার কাকাকে বাবা বানিয়ে ভোটার লিস্টের নাম তুলেছেন.আবার ২১৩ নম্বর বুথে ভোটার লিস্টে জুলফিকার বাবা হিসেবে শশুরের নাম শেখ এনামুল হোসেনকে দেখিয়েছেন।ভোটার লিস্ট এর কারচুপির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে নন্দীগ্রামে |