সবার টিকিটের দাম ফেরাতে হবে,অরূপ বিশ্বাস এবং সুজিত বোস কে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে। হুগলির বলাগরে বললেন বিরোধী দলনেতা। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে।কিভাবে তাদের টাকা আদায় করতে হয় আমি জানি,মেসি কান্ড নিয়ে শুভেন্দু অধিকারী। আজ শনিবার বৈকাল পাঁচটা নাগাদ হুগলির বলাগড়ে পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী বলেন, উত্তর প্রদেশের মত ধর্ষকদের এনকাউন্টার হবে,,