গলসি ২: সারা ভারত কৃষক সভা গলসি ২ ব্লক কমিটির পক্ষ থেকে গলসি বাজারে পথসভা সংগঠিত হল
সারা ভারত কৃষক সভা গলসি ২ ব্লক কমিটির পক্ষ থেকে গলসি বাজারে পথসভা সংগঠিত হল। এই পথসভায় বক্তব্য রাখেন কমরেড অমিতাভ মন্ডল কমরেড মানসিদ হোসেন কমরেড রাম প্রণয় গাঙ্গুলী। মূলত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতি, কালা আইনের প্রতিবাদে,শ্রমকোড বাতিলের দাবিতে ও ১০০ দিনের কাজ চালু করতে হবে এই দাবিতে কলসি বাজারে এই পথসভা সংঘটিত হয়। এদিন বিকেল চারটেয় এই পথসভায় সভাপতি তো করেন কমরেড সেখ আতিয়ার রহমান।