আমার সভা নির্ধারিত ডেটেই হবে! স্থান পরিবর্তন হবে ২২ ডিসেম্বর বহরমপুরে টেক্সটাইল মোড়ে সভা করে নতুন দলের ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন সাসপেন্ডেড তৃনমূল বিধায়ক হুমায়ুন কবীর, তবে ১৫ ডিসেম্বর বহরমপুরের সভা নিয়েই জল্পনা বাড়ালেন হুমায়ুন। এদিন বহরমপুর থানা, ডিএমঅফিস, ডিএলআরও অফিসে প্রশাসনিক আধিকারিকদের সাথে দেখাও করেন হুমায়ুন করে অনুমতি পাওয়া গেল না।