খয়রাশোল: পাহাড়েশ্বর পার্ক নতুন রূপ পেতে চলেছে, খেলনা মেরামতি শুরু, উন্নয়নের আশ্বাস পৌরচেয়ারম্যান পীযূষ পান্ডের
দুবরাজপুরের পাহাড়েশ্বর পার্কের বর্তমান অবস্থা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে মঙ্গলবার পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানান, পার্কের ভাঙা খেলনাগুলি মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি পার্কের সার্বিক উন্নয়নের জন্য নতুন করে প্রস্তাব ও এস্টিমেট পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন মিললেই পাহাড়েশ্বর পার্ককে নতুনভাবে সাজানো হবে এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।