কালনা ১: মুটরা এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বিষ খেয়ে আত্মঘাতী স্বামী
স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম কাদন টুডু (৫৭) তার বাড়ি সাতগাছিয়া 2 পঞ্চায়েতের মুটরা এলাকায়। গত ২৩ তারিখ তিনি দুপুরে বিষ খেয়ে নেন স্ত্রীর সাথে অশান্তি করে, তাকে উদ্ধার করে ভর্তি করা হয় কালনা হসপিটালে। গতকাল রাত দশটা নাগাদ হসপিটালে তিনি মারা যান। আজ বুধবার সাড়ে তিনটা নাগাদ কালনা হসপিটালে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়।