8হই জুন বাচ্ছা হওয়ার জন্য আরামবাগ মেডিক্যালে ভর্তি হয়ে ছিলেন খানাকুলের বামুনখানা এলাকার বধূ রোমা পাখিরা।তারপর থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।কলকাতা নিয়ে গেলে গত সপ্তাহে তার মৃত্যু হয়।পরীক্ষা-নিরীক্ষা করার পর কলকাতার চিকিৎসকরা তাদের জানায় বধূর পেটে গজ থাকার কারণে তার মৃত্যু হয়েছে।আরামবাগ মেডিক্যালে অপারেশনের সময় চিকিৎসকরা এই ভুল করেছে বলে অভিযোগ তুলে চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন বধূর পরিবার।