রতুয়া ১: নোংরা আবর্জনা পরিষ্কার নিয়ে প্রতিবেশীর হামলায় মাথা ফাটলো মহিলার, হর গোবিন্দপুর গ্রাম জুড়ে চাঞ্চল্য
Ratua 1, Maldah | Nov 29, 2025 বাড়ির সামনের নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মাথা ফাটলো মহিলার। আক্রান্ত মহিলার তরফে পুলিশে অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্তরা। ঘটনায় চাঞ্চল্য মালদহের রতুয়া থানার কাহালা অঞ্চলের হরগোবিন্দপুর গ্রাম জুড়ে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।জানা গিয়েছে আক্রান্ত মহিলার নাম নুরজাহান বিবি।বাড়ির সামনে নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে আজমিরা বিবি ও তার পরিবারবর্গ মহিলার মাথা ফাটিয়ে দেয়।রতুয়া থানায় অভিযোগ।