SIR এর চাপে আবার BLO র আত্মহত্যা কোচবিহারে। তেমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এবারে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুকটাবাড়ি অঞ্চলের ৪/১৫২ নং বুথের BLO মাধবী রায় এই চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে এমন টাই অভিযোগ করলেন তৃণমূলের জেলা সভাপতি।