দেগঙ্গা: দেগঙ্গার দেগঙ্গা বাজারে টাকি রোডে লরির সাথে বাইকের ধাক্কায় আহত দুই বাইক আরোহী
লরির সাথে মটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা 15 মিনিটে নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের দেগঙ্গা বাজারে টাকি রোডে। আহত দুজন স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করান। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন টাকি রোড ধরে বেড়াচাপা থেকে বারাসতের দিকে যাচ্ছিল একটি লরি। পিছনেই ছিল একটি মোটর বাইক। সন্ধ্যা সাতটা পনের মিনিট নাগাদ লরিটি আচমকা ব্রেক মারায় মটর বাইকটি লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। মোটর বাইক সহ দুই আরোহী রাস্তার উপর পড়