রতুয়া ১: রাতের অন্ধকার দূর করতে কাহালা জুড়ে একাধিক সোলার পথ-বাতি বসানোর কাজ চলছে জোর কদমে
রাতের অন্ধকারে ডুবে থাকতো কাহালা অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। এবারের সেই অন্ধকার দূর করতে তাহলে অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে একের পর এক সৌর পথবাতি বসানোর কাজের উদ্যোগ গ্রহণ করল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। একের পর এক পথবাতি বসানোর কাজ চলছে জোর কদমে। কাজ সম্পন্ন হলে এলাকার মানুষ রাতে আলো পাবে এলাকা আলোকিত থাকবে বলেই জানাচ্ছে পঞ্চায়েত কর্তিপক্ষ। সকলের সুবিধার্থে পঞ্চায়ে ত এ কাজ করছে বলে জানাচ্ছে বিজেপির নেতৃত্বরা।